
জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। তাই, ঢাকার অন্যান্য আসন থেকে নির্বাচনে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের বিভিন্ন নেতারা।
ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার ঢাকার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপি নেতা আব্দুস সালাম। ঢাকা-১৭ আসন ছাড়াও বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে লড়বেন তারেক রহমান।
এছাড়াও, ঢাকা-১৪ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মীর আহমেদ বিন কাশেম এবং ইসলামী আন্দোলনের নেতা আবু ইউসুফ।
ঢাকা-১২ আসন থেকে নির্বাচনে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, লেবার পার্টির নেতা মোস্তাফিজুর রহমান ইরান, বিএনএফ নেতা আবুল কালাম আজাদ।তবে আজ সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে এখনও কোনও মনোনয়নপত্র জমা পড়েনি নির্বাচন কমিশনে।
মন্তব্য করুন