কাহালুর মালঞ্চা ইউনিয়ন এর বগুড়া থেকে দুর্গাপুর রাস্তার দুই পাশের মেহগনি গাছের সাড়ি থেকে প্রতিদিন বিভিন্ন সময় বিভিন্ন রকমের গাছের মোটা ডাল ও মাথা কেটে বিক্রি করে নেশা দ্রব্য সেবন করেন। আজকে সকাল ১১ টার সময় নারকেলি থেকে গুড়বিশা বাজারের মাঝামাঝি জায়গায় কিছু গাছের মোটা ডাল ও মাথা কাটা হয় এবং বিক্রির উদ্দেশ্য তা ছোট করে রাখা হয়। ঘটনাস্থলে সাংবাদিক পৌছালে নারকেলি গ্রামের বাবলু(৫০) নামের এক ব্যাক্তি দৌড়ে পালিয়ে যায়। গ্রামে তালাশ করা হলে তাকে আর কোথাও পাওয়া যায় নি। তবে অনেকেই বলেছেন এখানে প্রতিনিয়ত গাছের মোটা ডাল কাটছে আশেপাশের কয়েক গ্রামের নেশাখোর দের একটি টিম।



মন্তব্য করুন