সোমবার , ১২ জানুয়ারী ২০২৬
studentnewsbd
২২ ডিসেম্বর ২০২৫, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার বীমার আওতায় আসছে কৃষকের ফসল

বৈশ্বিক উষ্ণায়নের নেতিবাচক প্রভাবে বাংলাদেশে নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়তে থাকায় জলবায়ু সহনশীল অর্থায়ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও জাতীয় নীতি প্রণয়নে জলবায়ু ঝুঁকি বীমা (সিআরআই) এবং শক্তিশালী গণমাধ্যম সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেছেন নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ সাংবাদিকরা।

ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাংলাদেশে অক্সফাম, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) যৌথভাবে আয়োজিত ‘এনহান্সিং মিডিয়া ক্যাপাসিটি অন ক্লাইমেট রিস্ক ইনস্যুরেন্স (সিআরআই)’ শীর্ষক কর্মশালায় ৮০ জনের বেশি জ্যেষ্ঠ অর্থনৈতিক ও পরিবেশবিষয়ক সাংবাদিক, সরকারি নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ও সিআরআই বিশেষজ্ঞরা অংশ নেন।

কর্মশালার লক্ষ্য ছিল জলবায়ু ঝুঁকি বীমা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষায় এর ভূমিকা সম্পর্কে গভীরতর ধারণা তৈরি করা।

বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হলেও এখানে বীমা কাভারেজ অত্যন্ত সীমিত। দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ০ দশমিক ৪৮ শতাংশ নন-লাইফ বীমার আওতায় রয়েছে, ফলে বন্যা, ঘূর্ণিঝড় ও খরার মতো দুর্যোগে কোটি মানুষের জীবিকা ও সম্পদ মারাত্মক ঝুঁকিতে পড়ছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান ড. এম আসলাম আলম বলেন, প্রতি বছর জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ তাদের ঘরবাড়ি ও জীবিকা হারাচ্ছে। তাই শক্তিশালী সামাজিক সুরক্ষা ও টেকসই বীমা ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, প্রচলিত বীমা ব্যবস্থা অতীত ক্ষতির ওপর নির্ভরশীল, কিন্তু জলবায়ু ঝুঁকি ভবিষ্যৎমুখী। সে কারণে প্যারামেট্রিক বা আবহাওয়াভিত্তিক বীমার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, নাগরিকদের প্রকৃত সুরক্ষা নিশ্চিত করতে হলে আইন সংস্কার, শক্তিশালী ডেটাবেস, প্রযুক্তি ব্যবহার এবং দৃঢ় নিয়ন্ত্রক সহায়তার মাধ্যমে একটি টেকসই জলবায়ু ঝুঁকি বীমা ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

২০২৪ সালে কুড়িগ্রামে পরিচালিত সাম্প্রতিক পরীক্ষামূলক প্রকল্পে সিআরআই-এর সম্ভাবনা প্রমাণিত হয়েছে। ডব্লিউএফপি, অক্সফাম ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির যৌথ উদ্যোগে সূচকভিত্তিক বন্যা বীমা প্রকল্পের আওতায় ২০ হাজারের বেশি বন্যাকবলিত কৃষক মোবাইলের মাধ্যমে তাৎক্ষণিক ক্ষতিপূরণ পেয়েছেন। ৪০ বছরের বেশি সময়ের বন্যা তথ্যের ভিত্তিতে তৈরি এ বীমা পণ্যে ব্যক্তিগত ক্ষয়ক্ষতি যাচাই ছাড়াই কয়েক দিনের মধ্যে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বাসা থেকে কলেজছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

সিলেট থেকেই নির্বাচনী সফর শুরু ?

উত্তরাঞ্চল সফর হলো না, তারেক রহমানের নির্বাচনী সফর সিলেট থেকেই শুরু?

ইরানের শেষ শাহের পুত্র রেজা পাহলভি কে?

জকসু নির্বাচন : কেন্দ্রীয় সংসদে ভোটার উপস্থিতি প্রায় ৬৫ শতাংশ

চমৎকার অনুসন্ধানী প্রতিবেদনও ব্যর্থ হয়ে যেতে পারে যদি লেখা গোছানো এবং ভালো না হয়

সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ যথাযথ প্রশ্ন করুন

অনুসন্ধানী সাংবাদিক যেভাবে পাবেন ভেতরের খবর

গবেষণা, গবেষণা, গবেষণা

তথ্য-উপাত্ত সুরক্ষার কৌশল

১০

কীভাবে অনুসন্ধানের পরিকল্পনা করবেন?

১১

অনুসন্ধানী সাংবাদিকের খবরের সন্ধান

১২

অনুসন্ধানী সাংবাদিক যেভাবে হবেন

১৩

জমে উঠেছে জকসু নির্বাচনের আগে প্রার্থীদের সরে দাঁড়ানোর হিড়িক, শিক্ষার্থীদের মধ্যে নানা আলোচনা

১৪

বিজ্ঞপ্তির ১ ঘণ্টা পরও ফল দেখতে পারছেন না জবির ভর্তিচ্ছুরা, ডিন বললেন- ‘ভুলে হয়েছে’

১৫

প্যাথলজিক্যাল ল্যাব রিপোর্টে হাতে স্বাক্ষর বাধ্যতামূলক

১৬

বৈধ বিএনপির ২ প্রার্থী, বাদ জামায়াত-এনসিপির দুজন

১৭

আপিলের প্রথম দিনে যে ৪২ আসনের আবেদন জমা পড়ল

১৮

চাঁদাবাজির মামলায় জামিন মুক্তি পেয়েছেন ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী

১৯

সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান

২০