
মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া মেট্রোপলিটন স্টুডেন্টস এলায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৬ ডিসেম্বর এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বিজয় দিবস কুইজ প্রতিযোগিতা এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং বিজয়ের তাৎপর্য নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। আয়োজকরা বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও দেশপ্রেম ও জাতীয় চেতনা জাগ্রত রাখতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন