২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার সেকেন্ড টাইম ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্যও আবেদনের সুযোগ রাখা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) থেকে শুরু হওয়ায় আবেদন প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসি মিলিয়ে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার জন্য জিপিএ ৮ এবং মানবিকের শিক্ষার্থীদের ৭.৫ পেতে হবে। ৭ ডিসেম্বর প্রকাশ করা হবে যোগ্য প্রার্থীদের তালিকা।
১ জানুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের পরীক্ষা ৯ জানুয়ারি, আর্টস ও সোশ্যাল সায়েন্সের ১০ জানুয়ারি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
১৪ থেকে ২০ জানুয়ারি এসব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ভর্তিচ্ছুদের। এবার ফি নির্ধারণ করা হয়েছে ১১০০ টাকা। আবেদনের যোগ্যতা, আসন, মানবণ্টনসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
মন্তব্য করুন