
পতাকা বৈঠকের পর গতকাল রোববার সন্ধ্যার ঠিক আগে লালমনিরহাটের সীমান্তে বিজিবি’র হাতে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তর করেছে বিজিবি। এর আগে লালমনিরহাটের পাটগ্রামে বহুল আলোচিত তিনবিঘা করিডর সংলগ্ন দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের ওই সদস্যকে আটক করে বিজিবি।
বিজিবি ও স্থানীয় সূত্রগুলো জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের ডিএএমপি প্রধান পিলার ১ নম্বরের উপ-পিলার ৭ নম্বর-সংলগ্ন দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকা। অপর পাশে রয়েছে ভারতের কোচবিহার রাজ্যের কচুলিবাড়ী থানার কারেঙ্গাতলি এলাকা। গতকাল রোববার ভোরে ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহল দলের সদস্য বেদ প্রকাশ ভারতীয় শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২শ’ গজ ভেতরে ডাঙ্গাপাড়া এলাকায় প্রবেশ করেন।
এ সময় ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এরপর আটক বিএসএফ সদস্যের কাছ থেকে তার ব্যবহৃত একটি অস্ত্র (শটগান), দুটি গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনার পর পরই এনিয়ে উভয় সীমান্ত রক্ষীদের মধ্যে টান টান উত্তেজনার পাশাপাশি পতাকা বৈঠক আহবানের প্রস্তুতি চলে।
মন্তব্য করুন